দৌলতদিয়া ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সোহেল রানা চৌধুরী, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি,
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২৯০ পিচ ইয়াবা সহ মোঃ মাসুদ রানা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারি মোঃ মাসুদ রানা (২৪) উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, সেমবার রাত দশটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি চৌকস টিম গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক রশিদ মোল্লার বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর হতে মো. মাসুদ রানাকে আটক করে।
এসময় তার হেফাজতে থাকা ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।