Home রাজনীতি সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত: কাদের
ফেব্রুruari ৩, ২০২৪

সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে চিন্তিত।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনের প্রতিক্রিয়া নিয়ে কী বলবে, কী করবে, এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত।’ তিনি আরও বলেন, ‘বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখরক্ষার বিষয় আছে।’

এর আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে ওবায়দুল কাদের গত বুধবার বলেছিলেন, ‘সরকার শুধু কথা নয়, কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না।’

সেদিন ওবায়দুল কাদের আরও বলেছিলেন, ‘সরকার শুধু কথা বলছে এমন নয়। সরকার অ্যাকশনে আছে।’ এ সময় তিনি আইন ভঙ্গকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আইন ভঙ্গ করবে, তারা যে-ই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে সেদিন ওবায়দুল কাদের বলেছিলেন, ‘পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রি স্টাইল কর্মসূচি দেওয়ার সুযোগ নেই। অনুমতি নেবে না, আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে আর আমরা সেটা মেনে নেব, তা মনে করার কোনো কারণ নেই।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *