নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
তাইফুর রহমান,ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে কেক কাটা, আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নলছিটি প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন যুগান্তর স্বজন সমাবেশ, নলছিটি ।
অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ, নলছিটি এর সভাপতি সরকারি নলছিটি ডিগ্রী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ওহায়েদ কবির। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফারুক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা দুলাল চৌধুরী, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ইউসুফ আলী তালুকদার, জেষ্ঠ্য সাংবাদিক শাহাদাত হোসেন মনু, শরিফুল ইসলাম পলাশ, কায়কোবাদ তুফান, সাইফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মী, শিক্ষক ও সুধীজন ।
প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিলন কান্তি দাসের সঞ্চালনায় গুনগত মান এবং পত্রিকাটির সমৃদ্ধি ও সফলতা কামনা করে বক্তরা বলেন যুগান্তর ইতিমধ্যে সারাদেশের পাঠকের মনে জায়গা করে নিয়েছে ।
দেশ, জাতি এবং সাধারণ মানুষের কল্যাণে পত্রিকাটি অগ্রণী ভূমিকা রেখেছে । ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখবে যুগান্তর । এমনটাই প্রত্যাশা করছে যুগান্তরের স্বজন সমাবেশ ও আগত অথিতিরা ।
দোয়া পরিচালনা করেন সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মওলানা মো. মাহবুবুর রহমান শামীম ।