ভারতের কাছে চার বিলিয়ন ডলারের ড্রোন বিক্রি করছে যুক্তরাষ্ট্র
নাটকীয়তার পর ভারতের কাছে প্রায় চার বিলিয়ন ডলার মূল্যের সশস্ত্র ড্রোন বিক্রির বিয়ষটি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ৩১টি সশস্ত্র ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে ভারত।
২০২৩ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন চুক্তি ঘোষণা করা হয়েছিল। তবে হঠাৎ করেই নিজেদের সিদ্ধান্তে বদল এনেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টায় ভারতের যুক্ত থাকার তদন্ত ঝুলে যাওয়ার প্রসঙ্গ টেনে ডিসেম্বরে চুক্তিটি স্থগিত করেছিল মার্কিন সিনেট কমিটি।
এবার পেন্টাগন জানিয়েছে, এ চুক্তির আওতায় ভারত ৩১টি সশস্ত্র এমকিউ-৯বি স্কাইগার্ডিয়ান ড্রোন, ১৭০টি এজিএম-১১৪আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের ৩১০টি লেজার ক্ষেপণাস্ত্র, যোগাযোগ ও নজরদারি সরঞ্জামসহ একটি প্রিসিশন গ্লাইড বোমা পাবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের পূর্ণ তদন্তে ওয়াশিংটন রাজি হওয়ার পর ওই বিক্রয় চুক্তি আটকে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন সিনেটর বেন কার্ডিন।
গত বছর যুক্তরাষ্ট্রের এক নাগরিককে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে দিল্লিকে অভিযুক্ত করেছিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সেই নাগরিকই হলেন খালিস্তান আন্দোলনের নেতা পান্নুন।