Home অপরাধ পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী পালিয়ে ছিলেন ছদ্মবেশে
ফেব্রুruari ১, ২০২৪

পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী পালিয়ে ছিলেন ছদ্মবেশে

মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গতকাল বুধবার উত্তরার আহালিয়ার মাস্টার গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াতেন আবুল খায়ের। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. আবুল খায়েরসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বুদ্ধিজীবী ড. রমেশ চন্দ্র সেন ও ৭ জন মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জন ব্যক্তিকে হত্যা করে সে। এরই প্রেক্ষিতে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রুজু হয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *