Home বিনোদন ‘ভাবতে পারিনি দার্জিলিং ট্রিপটাই আমার কাল হবে’
ফেব্রুruari ১, ২০২৪

‘ভাবতে পারিনি দার্জিলিং ট্রিপটাই আমার কাল হবে’

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী গৌরব সরকার। দিদি নম্বর ওয়ান থেকে শুরু করে দাদাগিরির মঞ্চেও দেখিয়েছেন সুরের জাদু। জি বাংলার জনপ্রিয় গানের শো ‘সা রে গা মা পা’র সুবাদে বেশ পরিচিতি পান তিনি। এবার এ গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা। দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতিতে দিনের পর দিন একসঙ্গে থেকেও এখন বিয়ে করতে চাইছেন না গৌরব।

শ্রেয়সী জানায়, কয়েক মাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্কে জাড়ান তিনি। বিয়ের কথাও প্রায় চূড়ান্ত। সম্প্রতি একসঙ্গে দার্জিলিংয়েও ঘুরতে গিয়েছিলেন তারা। ফিরে এসেই গৌরব জানিয়েছে, বিয়ে করা সম্ভব নয় তার। ভাঙতে চাইছেন এ সম্পর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়সী লেখেন, ‘বিগত কয়েক মাস ধরে অনেকেই জানেন আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথাও ছিল। এই বছরের সেপ্টেম্বরে আমাদের এনগেজমেন্টের পরিকল্পনা ছিল।’

গায়িকা লিখলেন, ‘সব ঠিকঠাক ছিল বলেই শুরুতে রাজি না হলেও আমার মা দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয়। গৌরবও তার মাকে রাজি করিয়ে নেয়। কিন্তু বুঝতে পারিনি, এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয়, আমি তার জন্য পারফেক্ট নই। আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারব না।’

শ্রেয়সী আরও লিখেছেন, ‘কাল রাতে গৌরব তার সিদ্ধান্ত জানিয়ে দেয় আমাকে। সে আমাকে বিয়ে করতে পারবে না। আমাদের সম্পর্কটাও আর রাখতে চায় না। এই ট্রিপটা তার জন্য ট্রায়াল ছিল। আমাকে ব্যবহার করল?’ বলেও প্রশ্ন রাখেন তিনি।

অন্য পোস্টে শ্রেয়সী জানান, ‘অনেকেই তাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, তবে সেলিব্রিটি বলে এইভাবে সে কোনো মেয়ের ক্ষতি করতে পারে না’।

শ্রেয়সী তার পোস্টে আরও লেখেন, ‘ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে তখন তার মনে হয়নি আমার সঙ্গে আর থাকতে পারবে না।’

এ প্রসঙ্গে গৌরব বলেন, ‘আমার কাছে এটা আলোচনা করার মতো কোনো বিষয় নয়। আমার কাছের লোকেরা আমাকে চেনেন। করো থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। শ্রেয়সীর সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু সে যা লিখেছে তার অধিকাংশই মিথ্যা।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *