Home বিশ্ব মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তি জানলে চমকে যাবেন
জানুuari ৩১, ২০২৪

মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তি জানলে চমকে যাবেন

রাজা বা রাজপ্রধানদের সম্পত্তি নিয়ে আগ্রহ অনেকের রয়েছে। তবে মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিমের সম্পত্তি জানলে অনেকে হয়তো চমকে যাবেন। গাড়ি, বাড়ি, বিমান- কী নেই তার বহরে! দেশটির নতুন এ রাজার সুরক্ষার জন্য আলাদা সৈন্য বাহিনীও রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম অন্যতম ধনী ব্যক্তি। ব্লুমবার্গের তথ্যানুসারে এ রাজ পরিবারের পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। এছাড়া দেশের বাইরেও তার সম্পত্তির বিশাল সাম্রাজ্য রয়েছে।

দেশটির নতুন এ রাজার আবাসন খাত থেকে শুরু করে খনি, টেলিযোগাযোগ এবং পাম ওয়েল খাতে রাজত্ব রয়েছে। তার নিজের বাসভবন ‘ওপোলেন্ট ইস্তানা বুকিত সেরেনও’ পারিবারিক আভিজাত্যের অন্যতম নিদর্শন।

এনডিটিভি জানিয়েছে, সুলতান ইব্রাহিমের সংগ্রহে ৩০০ বিলাসবহুল গাড়ি রয়েছে। জার্মানির সাবেক প্রেসিডেন্ট এডলফ হিটলার তাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন বলেও গুঞ্জন রয়েছে। তার এসব গাড়ির বহর মাটির নিচে রাখা রয়েছে।

মালয়েশিয়ার ১৭তম রাজা হলেন সুলতান ইব্রাহিম
নতুন এ রাজার গাড়িবহরের বাইরে রয়েছে ব্যক্তিগত বিমানের বহর। তার বহরে গোল্ড অ্যান্ড ব্লু বোয়িং ৭৩৭ বিমান রয়েছে। এমনকি তার পরিবারের জন্য ব্যক্তিগত সেনাবাহিনীও রয়েছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার সম্পত্তির কথা জানালেও বাস্তবে আরও বেশি হবে বলে ধারণা করা হয়। সুলতান ইব্রাহিমের মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইল কোম্পানি ইউ মোবাইলে ২৪ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাইভেট পাবলিক কোম্পানি মিলিয়ে অন্তত ৫৮৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

এখানেই শেষ নই, নতুন এ রাজার দেশের বাইরেও রয়েছে বিপুল সম্পদ। তার সিঙ্গাপুর বোনিক গার্ডেনের কাছে চার বিলিয়ন ডলারের জমি ও পার্ক রয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে ক্ষমতায় বসছেন সুলতান ইব্রাহিম। বুধবার রাজধানী ‍কুয়ালালামপুরে ন্যাশনাল প্যালেসে তার শপথ অনুষ্ঠান হয়েছে। তিনি স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। যদিও মালয়েশিয়ায় রাজতন্ত্রকে রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। তবে তিনি প্রায়ই রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলে থাকেন।

দেশটিতে রাজতন্ত্রের অভিনব এক প্রথা রয়েছে। মালয়েশিয়ার ৯টি রাজ পরিবার রয়েছে। এখান থেকে পর্যায়ক্রমে পাঁচ বছরের জন্য একজন করে রাজা নির্বাচিত হন। তিনি মালয়েশিয়ার স্থানীয় ভাষায় ‘ইয়াং দ্য-পাতুয়ান আগং’ বা ‘রাজধিরাজ’ হিসেবে পরিচিত।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *