Home সারাদেশ বংশাল থানায় পুলিশ হেফাযতে আসামির মৃত্যু, আদালতে ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা
জানুuari ৩১, ২০২৪

বংশাল থানায় পুলিশ হেফাযতে আসামির মৃত্যু, আদালতে ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

হেফাজতে বডিবিল্ডারের মৃত্যু, ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

হেফাজতে বডিবিল্ডারের মৃত্যু, ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুক হোসেনের মৃত্যুর অভিযোগে রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ মামলাটি দায়ের করেন ফারুক হোসেনের স্ত্রী। আদালত অভিযোগটি তদন্ত করতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

এ মামলার অপর আসামিরা হলেন- বংশাল থানার এসআই ইমদাদুল হক, আবু সালেহ, মাসুদ রানা ও বুলবুল আহমেদ।

এর আগে গতকাল (মঙ্গলবার) ফারুকের স্ত্রী ইমা আক্তার হ্যাপী আদালতে মামলার আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য ছিল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *