Home জাতীয় ডিএমপির চকলেট উৎসব উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জানুuari ৩১, ২০২৪

ডিএমপির চকলেট উৎসব উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকলেট উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে এ উৎসবের আয়োজন করা হয়।

চকলেটের মতো মিষ্টি মধুর সম্পর্ক তৈরি করতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এ আয়োজন।

ঢাকা মহানগরীর স্কুল-কলেজ শিক্ষার্থীদের সঙ্গে এ চকলেট উৎসবের আয়োজন করে ডিএমপি।

বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপর ২টা থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে শতাধিক কোমলমতি শিশুও ছিল। প্রায় ২ ঘণ্টা অপেক্ষার পরও অনুষ্ঠানস্থলে পৌঁছেননি স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনার।

কয়েক শিশু অভিযোগ করে বলে, চকলেট খেতে আমাদের এখানে দাঁড় করিয়েছে। কিন্তু কোন স্যার জানি এখনও আসে নাই। তাই চকলেট দিচ্ছে না। আর কত সময় দাঁড়িয়ে থাকব?

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অন্য কর্মকর্তারা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *