Home সারাদেশ গ্রামে বসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে: প্রতিমন্ত্রী পলক
জানুuari ৩১, ২০২৪

গ্রামে বসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্ব জয়ের হাতিয়ার একটি স্মার্ট ল্যাপটপ। প্রতিবছর ২০-২৫ লাখ তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। সবাই ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলে যেতে পারবেন না। তাহলে নিজের গ্রামে বসে আর্থিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্র তৈরি করতে হবে। তরুণ-তরুণীদের ওপর নির্ভর করছে স্মার্ট বাংলাদেশ।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ফেনীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মাঠে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এখন দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেটে যুক্ত। ১৫ বছর আগের চেয়ে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আইটি সেক্টরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। এ খাত থেকে ১ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় হয়েছে।

ল্যাপটপ উপহার পাওয়া নারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দেশের কল্যাণে তারা যেন প্রত্যেকে ল্যাপটপ দিয়ে আরও ১০ জনকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পরশুরাম উপজেলার আলাউদ্দিন আহমেদ নাসিম কলেজ–সংলগ্ন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *