Home রাজনীতি মঈন খানকে আটক-গ্রেপ্তার করিনি: পুলিশ
জানুuari ৩০, ২০২৪

মঈন খানকে আটক-গ্রেপ্তার করিনি: পুলিশ

মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি। এ সময় মিছিল থেকে সেখান থেকে মঈন খানকে পুলিশ তুলে নিয়ে যায় বলে দাবি করেছে বিএনপি।

বিএনপি নেতা মঈন খানকে আটককালে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, তাকে (মঈন খান) উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *