Home সারাদেশ পুকুরে সাব মার্সিবল লাগাতে গিয়ে ঝালকাঠিতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।
জানুuari ২৯, ২০২৪

পুকুরে সাব মার্সিবল লাগাতে গিয়ে ঝালকাঠিতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ 
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে জাকের পার্টির মঠবাড়ি ইউনিয়ন সভাপতি মো. বাবুল খান (৫০) এর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর পুখুরিজানা গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার মঠবাড়ি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও পুখরীজানা গ্রামের মো. মোফাজ্জেল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মসজিদ নির্মান কাজের জন্য সকালে বৈদ্যুতিক সাবমার্সিবল পাম্প দিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানি সেচ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল খানকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *