Home অপরাধ মানিকছড়িতে ভারতীয় প্রসাধনীসহ আটক ৪
জানুuari ২৮, ২০২৪

মানিকছড়িতে ভারতীয় প্রসাধনীসহ আটক ৪

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে তিন কার্টুন ভারতীয় প্রসাধনীসহ চার চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ি থানার পুলিশের একটি দল খাগড়াছড়ি-চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রিজ অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৩টি কার্টুনে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী উদ্ধার ও চার চোরাকারবারিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- ফেনীর সুলাতান পুরের বাসিন্দা রফিকুল আলমে ভুঁইয়ার ছেলে মো. নূর হোসাইন ভূইয়া ওরফে রিপন (৪৫), একই গ্রামের মৃত মোহাম্মদ উল্লা’র ছেলে মো. মেজবাউদ্দিন (৫২), নোয়াখালীর পশ্চিম সাহাপুরের বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলে গোলাম কবীর ওরফে কামাল (৫২) ও চট্টগ্রামের বাদামতলী বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মো. ইসমাইল (৫১)।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ চোরাচালান ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত অবৈধ ভারতীয় প্রসাধনী ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *