Home বিনোদন যে কারণে হিরো আলমকে হত্যার হুমকি
জানুuari ২৮, ২০২৪

যে কারণে হিরো আলমকে হত্যার হুমকি

হোয়াটসঅ্যাপে পিস্তলের ছবি ও খুদেবার্তা পাঠিয়ে দুদিনের মধ্যে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই বিষয়টি জানান। ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন- ‘আবারো হিরো আলমকে গুলি করে মারার হুমকি দুই দিনের ভেতর।’

পোস্টে দেখা যায়, হিরো আলম ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকির স্ক্রিনশট প্রকাশ করে। সেখানে ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে এ হুমকি দেওয়া হয়।

তবে এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি।

হিরো আলম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে গালিগালাজ করেন। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদেবার্তা পাঠান। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লেখেন- প্রকাশ্যে তোরে গুলি করমু।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকার বাইরে আছি আমি। নিরাপত্তার জন্য নিজের অবস্থান কাউকে জানাচ্ছি না। ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *