Home বিনোদন ওটিটির অপেক্ষায় সোনম
জানুuari ২৭, ২০২৪

ওটিটির অপেক্ষায় সোনম

মা হওয়ার পর আর বড় পর্দায় দেখা যায়নি সোনম কাপুরকে। গত বছর তাঁর মাত্র একটা ছবি ওটিটিতে মুক্তি পেয়েছিল। এবার পুরোপুরি অভিনয়জগতে ফিরতে চলেছেন এই অভিনেত্রী। এক বিবৃতিতে সোনম জানিয়েছেন, এবার স্ট্রিমিং প্ল্যাটফর্মকে ভালোভাবে আবিষ্কার করতে চান। স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিজেকে দেখার অপেক্ষায় তিনি।
ওটিটির প্রসঙ্গে সোনম বলেন, ‘আমার মূল লক্ষ্য হলো ভালো ছবি আর ভালো গল্পের অংশ হওয়া। কোন মাধ্যমে ছবি মুক্তি পেল, তা আমার কাছে গুরুত্বহীন। কারণ, এখন দুনিয়া বদলেছে। কোনো ভালো প্রকল্পের মূল চরিত্রে অভিনয় করার জন্য আমি রীতিমতো মুখিয়ে আছি। এখন গল্পে যে বৈচিত্র্য এসেছে, তা আমি পুরোপুরি উপভোগ করছি।’

অভিনেত্রী সোনম কাপুর
অভিনেত্রী সোনম কাপুরফেসবুক থেকে

সোনম নিজে ওটিটির ভক্ত। সব ধরনের প্রকল্প দেখতে তিনি উপভোগ করেন। তাঁর মতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম দর্শকের গল্পকে ঘিরে রুচি বদলে দিয়েছে। তাঁর ভাষায়, ‘আমি সব সময় গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে অভিযান চালিয়েছি। মনেপ্রাণে চেয়েছি কোনো সিরিজ বা সিনেমা নিজের কাঁধে এগিয়ে নিয়ে যেতে। গত কয়েক বছর ধরে ওটিটিতে দারুণ দারুণ প্রকল্প আসছে। আর আমি এসব দেখতে দারুণ ভালোবাসি।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে করি, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আমাদের দেশে গল্পের ক্ষেত্রে বিবর্তন আনতে বেশি করে জোর দিয়েছে। এই মাধ্যম আসার ফলে ছবির দুনিয়ার ক্ষেত্রে অনেক সৃজনশীলতা আর বৈচিত্র্য এসেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো বিশ্বের কাছে ভারতকে যে উচ্চতায় নিয়ে গেছে, তা অকল্পনীয়। স্ট্রিমিং মাধ্যম একজন শিল্পীকে অভিনয়ের ক্ষেত্রে নানা ধরনের পরীক্ষা–নিরীক্ষা করার সুযোগ দেয়। তাই আমার কাছে এটা এক অভিনব মাধ্যম। এবার আমি সিরিজে আসার অপেক্ষায় আছি। আমার মনে হয় দর্শক ওটিটিতে আমার নতুন প্রকল্পগুলো পছন্দ করবেন।’
সোনম কাপুরকে শেষ দেখা গেছে জিও সিনেমার ব্লাইন্ড ছবিতে। এই ছবিতে এক অন্ধ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে তিনি সবাইকে চমকে দিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *