Home সারাদেশ নলছিটিতে রান্না ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
জানুuari ২৭, ২০২৪

নলছিটিতে রান্না ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

তাইফুর রহমান, ঝালকাঠি(নলছিটি)  প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি ) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজ ঘরের রান্না ঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।
নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে তার মায়ের সাথেই ঘুমে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরের আড়ার সাথে তার ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে দাও দিয়ে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।
ওসি মো. মুরাদ আলী বলেন , ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *