Home সারাদেশ তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাহিন্দ্রের ধাক্কায় নিহত-১
জানুuari ২৫, ২০২৪

তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাহিন্দ্রের ধাক্কায় নিহত-১

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ধুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রের এক যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলেই নিহত ব্যাক্তি ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ নূরুল ইসলামের পুত্র আনিছুর রহমান (৩০)।
দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৬ টায় ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে।
পুলিশ জানায়, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রাসায়নিক সার ভর্তি ট্রাকের পিছনে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী মাহিন্দ্র ধাক্কা দিলে ধুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রের যাত্রী আনিসুর রহমান (৩০) ঘটনাস্থলেই নিহত হয়।এই ঘটনায় সামান্য আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী। তিনি জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহন দুটিও থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *