আরিফিন শুভর মা আর নেই
চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন।
তিনি বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে আরিফিন শুভর মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি তার পোস্টে লেখেন, ‘রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা মারা গেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।