Home দেশ-বিদেশের যু্দ্ধ সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, যা বলছে ইউক্রেন
জানুuari ২৪, ২০২৪

সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, যা বলছে ইউক্রেন

ইউক্রেন সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে বন্দি বিনিময় চুক্তির আওতায় থাকা ৬৫ বন্দি নিহত হয়েছেন। এবার এ বিমান হামলা নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের সেনাপ্রধান। বুধবার (২৪ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনাপ্রধান বলেন, তাদের সেনারা ইলিউশিন ইল-৭৬ সামরিক বিমান ভূপাতিত করেছে। বুধবার সকালে এটি বেলগ্রুদে ভূপাতিত করা হয়। এতে বিমানে থাকা ৬৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনেস্কা প্রাভদা প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে, বিমানটি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে গতকাল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালানো হয়েছে। এতে করে আটজন নিহত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, বিমানটিতে বন্দি বিনিময়ের আওতায় থাকা ৬৫ ইউক্রেনীয় বন্দিকে নিয়ে যাওয়া হয়েছিল। হামলার কারণে তারাসহ ছয় রুশ ক্রু ও তিনজন লোক নিহত হয়েছেন। রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

৬৫ বন্দি নিয়ে ইউক্রেন সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ইউক্রেনের সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বন্দি বিনিময়ের আওতায় বন্দিদের নিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

আরআইএ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৬৫ জন বন্দি ছিলেন। এছাড়া বিমানে ছয়জন ক্রু ও তিনজন লোক ছিলেন। এটি রাশিয়ান ইলিউশিন ইল-৭৬ বিমান ছিল। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ায় ৬৫ বন্দির সবাই নিহত হয়েছেন।

রাশিয়ার নিরাপত্তা সেবা সংশ্লিষ্ট চ্যানেল বাজা টেলিগ্রামে ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, একটি বিশাল বিমান মাটিতে পতিত হয়েছে। এ সময় এটি বিশাল ফায়ারবল আকারে এটি বিস্ফোরিত হয়।

ইল-৭৬ একটি সামরিক বিমান। এটি সেনা, কার্গো, সামরিক রসদ ও অস্ত্র পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এ ধরনের বিমানে সাধারণত পাঁচজন ক্রু ও ৯০ যাত্রী পরিবহন করা যায়।

স্থানীয় গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, বেলগ্রুদের উত্তর-পূর্ব অঞ্চলের কোরোচানস্কি জেলায় একটি অনির্দিষ্ট ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। এছাড়া তদন্তকারী এবং জরুরি কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *