Home অপরাধ ঝালকাঠিতে ৪বছর পর সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।
জানুuari ২৪, ২০২৪

ঝালকাঠিতে ৪বছর পর সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

তাইফুর রহমান,ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধিঃ 
ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. দুলাল ডাকুয়া (৩৫) নামের এক সাঁজাপ্রাপ্ত আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার এসআই মো. রিয়াজ রহমান ও এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিইপিজেড থানা পুলিশের সহায়তায় চট্রগ্রামের বন্দরটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দুলাল উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের আবদুল মান্নান ডাকুয়ার ছেলে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেফতারকৃত দুলাল ডাকুয়া পিরোজপুর জেলার একটি সিআর মামলার ৮ মাসের সাঁজাপ্রাপ্ত আসামি। তিনি ৪ বছর পলাতক ছিলেন। এছাড়াও তিনি অপর তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *