Home বিনোদন ক্যাটরিনার সাবেক-বর্তমান একই ফ্রেমে
জানুuari ২৪, ২০২৪

ক্যাটরিনার সাবেক-বর্তমান একই ফ্রেমে

বলিউডে দীর্ঘকাল বেশ আলোচনায় ছিল সালমান-ক্যাটরিনার প্রেম কাহিনি। তবে আসল প্রেমটা ক্যাটরিনার জীবনে ছিল রণবীর কাপুরের সঙ্গে। একসময় এই অভিনেতার জন্য একরকম পাগলই ছিলেন ক্যাটরিনা। দীপিকার পর ক্যাটরিনার সঙ্গেই প্রকাশ্যে জড়িয়ে পড়েন রণবীর কাপুর।

কিন্তু তারপর তীব্র তিক্ততা। বিরক্তি নাকি এমনই ছিল, একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন। কিন্তু রামমন্দিরে যাওয়ার পথে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ এক ফ্রেমে ধরা দিলেন। মাঝে ভিকি কৌশল, আলিয়া ভাটও ছিলেন। তবে মূল আকর্ষণ এই সাবেক জুটিই।

সোমবার (২২ জানুয়ারি) অযোধ্যায় রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির গোটা বলিউড। অসংখ্য তারকা একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য।

এমনই একটি ছবি বেশ নজর কেড়েছে অনুরাগীদের। যেখানে একসঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সাবেক ও বর্তমান জুটিকে।

রণবীর ও ক্যাটরিনার বিচ্ছেদ সম্পর্কে শোনা যায়, রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাতেই দূরত্ব বাড়ে রণবীর ও ক্যাটের মধ্যে। তার পর বিচ্ছেদ। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেই সময় তাকে আবার সামলান বলিউডের ‘টাইগার’ সালমান খান। সালমানের সঙ্গে নতুন করে জুটি বেঁধে বক্স অফিসেও সাফল্য পান ক্যাটরিনা। কিন্তু সালমানের সঙ্গে আর প্রেমের সম্পর্কে জড়াননি ক্যাট। বরং ভিকি কৌশলের কাছেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছিলেন।

এদিকে একাধিক প্রেম অধ্যায়ের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর কাপুর। ২০২১ সালে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা। তার এক বছর পর ২০২২ সালে বিয়ে হয় রণবীর-আলিয়ার। গত বছর তাদের কোলজুড়ে এসেছে প্রথম কন্যাসন্তান রাহা।

অপরদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বলিউডেও ব্যস্ত সময় পার করছেন এই চারজন। এই মুহূর্তে একাধিক সিনেমা হাতে রয়েছে তাদের। তবে ক্যাটরিনা ও রণবীরকে আবারও জুটি হিসেবে পর্দায় দেখার অপেক্ষায় তাদের অনুরাগীরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *