Home সারাদেশ শীতার্তের মাঝে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করলেন মসিক মেয়র
জানুuari ২২, ২০২৪

শীতার্তের মাঝে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করলেন মসিক মেয়র

হুমায়ুন কবির,ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় শীতার্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এর মাঝে নগরীর কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, মুক্তিযোদ্ধা আবাসিকে ১৬০০, পাটগুদাম দুললুল ক্যাম্পে ৮০০ এবং টাউনহলে ৫৫০ কম্বল বিতরণ করেন মেয়র।
শীতবস্ত্র বিতরণকালে মেয়র বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন ধরে আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো। এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে কাউন্সিলর মোঃ কামাল খান, শীতল সরকার, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *