ভারতীয় ঔষধসহ মাটিরাঙ্গায় আটক ২
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা গাজীনগর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- সুজন ত্রিপুরা (২৪) ও উশাপ্রু মগ (২৪)। এরা উভয় উপজেলার তবলছড়ি ইউপির বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার গাজিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মোট ২১০ বক্স, ৯ প্যাকেট ভারতীয় ঔষধসহ চোরাকারবারিদেরকে গ্রেফতার করা হয়।
যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। একই সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরু