Home সারাদেশ ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইয়াসের কম্বল বিতরণ।
জানুuari ২২, ২০২৪

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইয়াসের কম্বল বিতরণ।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ
‘‘তরুণদের হাতে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইয়াসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় কাঁঠালতলাস্থ ইয়াসের প্রধান কার্যালয়ে সমাজের সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেন ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম।
ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা তরুন কর্মকার, ইসরাত জাহান সোনালী, আক্কাস সিকদার, মোঃ ছবির হোসেন, কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরন হালদার, সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি, যুগ্ন-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক রাহাত, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক তাসিন আহমেদ, সদস্য খান জাহান রিমন, কনা আক্তার, রনি চন্দ্র, দোলন, তানজি, প্রিয়া, রোহান, ফারদিন, শাহনাজ মুন সহ প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *