Home অপরাধ ঝালকাঠিতে দুই কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের হাতে  আটক।
জানুuari ২২, ২০২৪

ঝালকাঠিতে দুই কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের হাতে  আটক।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ 
ঝালকাঠিতে দুই কেজি গাঁজাসহ মোঃ ইলিয়াস ওরফে সোহেল হাওলাদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জানুয়ারী) বিকেলে পৌরসভার পারকিফাইত নগর ৭নং ওয়ার্ডের গাবখান টোল প্লাজা সংলগ্ন এলাকায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত সোহেল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরতলী এলাকার মৃত আঃ বারেক হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে গাঁজাসহসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *