রামগড়ের সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট ইয়াছিন গ্রেফতার
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ছয় মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মাদক সম্রাট মো.ইয়াছিন কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে রামগড় থানার চৌকস অফিসার এসআই মোঃ সামছুল আমীনের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালন করে ২১ বছর আগের ২টি জিআর সাজা ও ৪টি জিআর পরোয়ানা সহ মোট ৬টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ ইয়াছিনকে খাগড়াছড়ির মানিকছড়ি থানা এলাকায় বড় মেয়ের শ্বশুর বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো.ইয়াছিন রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ড দারোগাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ জানান, ইয়াছিনের বিরুদ্ধে ২টি জিআর সাজা ও ৪টি জিআর পরোয়ানাসহ মোট ৬টি গ্রেফতারি ইস্যু ছিলো।সে মোতাবেক তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।