Home সারাদেশ মালদ্বীপ সফরে গেলেন প্রধান বিচারপতি
জানুuari ২০, ২০২৪

মালদ্বীপ সফরে গেলেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে মালদ্বীপ সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন তিনি। আগামীকাল রোববার সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

এ সময় তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

এর আগে লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে ২৬ নভেম্বর ভারত সফরে যান প্রধান বিচারপতি। সে সময়ও প্রধান বিচারপতির কার্যভার পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

গত ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *