Home সারাদেশ ঘাটাইলে মাহিন্দ্রা-ট্রাক মুখোমুখি  সংঘর্ষে নিহত ২, আহত ৪
জানুuari ২০, ২০২৪

ঘাটাইলে মাহিন্দ্রা-ট্রাক মুখোমুখি  সংঘর্ষে নিহত ২, আহত ৪

রুহুল আমিন 
ঘাটাইল উপজেলা প্রতিনিধি 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি এলাকায় ট্রাক মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে টাংগাইল- ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি ফাজিল মাদ্রাসার কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। মধুপুর উপজেলার বর্নি গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম। শফিকুল পেশায় আশা এনজিওর ব্রাঞ্চের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়,ঘাটাইল গামী একটি তেলবাহী ট্রাক মধুপুর মুখী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন মারা গেছে এবং হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মাহিন্দ্রাতে থাকা শফিকুল ইসলাম মারা যায়। পরে আহত অবস্থায় ৪ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে মাহিদ্রা টি দুমড়ে মুচড়ে গেছে এবং ট্রাকটি পাশে থাকা পুকুরে পড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিলো তেলবাহী ট্রাকটির ড্রাইভার ও হেলপার গাড়ীর সাথেই রয়েছে কিন্তু পরবর্তীতে খোঁজ খবর নিয়ে তাদের কে সেখানে পাওয়া যায় নাই।
স্থানীয় সূত্রে জানা যায়,  এই মহাসড়কের এই বাকটি খুবই মারাত্মক একটা বাক। এখানে প্রায় সময়ই দূর্ঘটনা ঘটে থাকে এবং অনেক মানুষ এখানে মারা গেছে।এবং প্রতিবছর এখানে প্রায় অনেক মানুষ মারা যায়।
ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহতদেরকে উদ্বার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘাতক তেলবাহী ট্রাক ও মাহিন্দ্রার ড্রাইভার কে এখনো পাওয়া যায়নি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *