১৪ বছর সাজাপ্রাপ্ত,২০ বছর পলাতক থাকার পর গ্রেফতার,সাবেক স্ত্রীর করা মামলা।
তাইফুর রহমান, নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম(৪৫) কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৮। সে ওই এলাকার মোসলেম হাওলাদারের ছেলে।
তার বিরুদ্ধে ২০০৩ সালে তার সাবেক স্ত্রী বরিশাল জেলার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে বর্তমান স্ত্রী মোসাঃ নাসরিন ও তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন( মামলা নং-৪৭৭/০৩)। মামলায় আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে ১৪ বছর করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই মো. নজরুল ইসলাম ও তার বর্তমান স্ত্রী পলাতক থাকলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৮ এর অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম তাকে গতকাল ঢাকার উত্তরা থেকে আটক করে নলছিটি থানায়(বুধবার) হস্তান্তর করেন। মামলার অন্য সাজাপ্রাপ্ত আসামি মোসা: নাসরিন পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তাকে আগামীকাল( বৃহস্পতিবার) জেল হাজতে প্রেরন করা হবে।