Home অপরাধ রামগড়ে ইয়াবাসহ আটক ৫
জানুuari ১৮, ২০২৪

রামগড়ে ইয়াবাসহ আটক ৫

তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে  মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

বুধবার(১৭ জানুয়ারি) রাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রামগড় পৌরসভার ফেনীরকুলের আবাদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক(৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের ছেলে মো: ইলিয়াছ(৩৫), মহামুনির মো: দুলালের ছেলে মো: নুর নবী (৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম(৩২) ও ফটিকছড়ির ভুজপুরের মুসলিমপাড়ার ইসমাইলের ছেলে মো: ইউনুছ(২৭)।

পুলিশ জানায়,  গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি(তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় রামগড়- বারৈয়ারহাট সড়কে তল্লাসী চালায়। এসময় একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটো রিকশা তল্লাসী করে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ অনেকদিন থেকে তাদের উপর নজরদারি করছিল। বুধবার ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *