কয়রায় শ্রেণি কক্ষে সুপারের ভেড়া পালন
মোঃ বায়জিদ হোসেন
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার সদরে গোবরা দাখিল মাদ্রাসার শ্রেণি কক্ষে বিদেশী জাতের ভেড়া পালন করছে মাদ্রাসাটির সুপার জামাত নেতা মাওলানা রইচ উদ্দীন।
মাদ্রাসাটির দুটি ভবনের একটি ভেড়া পালন ও আকিজ গ্রুপের সুপেয় বৃষ্টির পানির জলাধারের উপর নির্মিত দ্বিতলা ভবনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বুধবার সকাল ১১টায় মাদ্রাসায় গিয়ে দেখা যায় কোন শিক্ষার্থী মাদ্রাসায় নেই।একজন শিক্ষক জানান নতুন সংসদ সদস্য উপজেলায় আসছে তাই সেখানে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।মাদ্রাসার মাঠে ভেড়ার পাল ঘাস খাচ্ছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, মাদ্রাসায় ঠিক মত ক্লাস হয় না।সকাল ১০ টায় মাদ্রাসা চালু হয়ে দুপুর ১ টার পর মাদ্রাসায় ছুটি হয়ে যায়।মাদ্রাসায় এক সময় ভাল ফলাফল হলেও সুপারের দুর্নীতি অনিয়মে পথে বসতে চলেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটিতে ইবতেদায়ী শাখা চালু থাকলে সাত বছর কোন শিক্ষার্থী ছিল না।বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে গত বছর পাশের প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থী নিয়ে পুনরায় এবতেদায়ী বিভাগ চালু করে প্রতিষ্ঠানটি।
গোবরা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো.মোস্তাফিজুর রহমান গাজী বলেন,অসুস্থতার কারণে আমি দীর্ঘ তিন মাস এলাকায় নেই।বিষয়টি আমার জানা নেই,ঘটনার সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন,বিষয়টি সম্পর্কে অবগত নয়।ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।