Home রাজনীতি উপদেষ্টা থাকলেও সরকারি সুবিধা পাবেন না সালমান এফ রহমান
জানুuari ১৮, ২০২৪

উপদেষ্টা থাকলেও সরকারি সুবিধা পাবেন না সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেলেও সরকারি সুযোগ-সুবিধা পাবেন না সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে সালমান ফজলুর রহমানের নিয়োগটি অবৈতনিক। তবে উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ মোট ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে ছয়জন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ওই প্রজ্ঞাপন জারির পর সালমান এফ রহমান সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না বলে জানান। সে কারণে আজ আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগকে অবৈতনিক বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, উপদেষ্টা পদটি মন্ত্রী পদমর্যাদার। একজন মন্ত্রী মাসে এক লাখ পাঁচ হাজার টাকা বেতন পান। সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরকার থেকে তিনি মাসিক ৮০ হাজার টাকা করে ভাড়া পান। এ ছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিন মাসের বাড়িভাড়ার সমপরিমাণ টাকা পান।

একজন মন্ত্রী একটি গাড়ির সুবিধা পান। এই গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। জ্বালানি বাবদ মন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। এ ছাড়া সরকারের কাছ থেকে পুরো চিকিৎসা খরচ পান একজন মন্ত্রী। একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান। সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতিবছর পাবেন পাঁচ লাখ টাকা। সালমান এফ রহমানের নিয়োগ অবৈতনিক করায় তিনি এসব সুযোগ-সুবিধা পাবেন না। তিনি নিজেই সরকারি সুবিধা নিতে চান না।

এর আগে ২০১৯ সালেও তাঁর নিয়োগকে অবৈতনিক করা হয়। তখন তাঁকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁকে আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাঁকে নির্দিষ্ট কোনো পদে নিয়োগ দেওয়া হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সালমান এফ রহমানের নিয়োগ অবৈতনিক হলেও অন্য পাঁচজন উপদেষ্টা বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *