Home সারাদেশ রামগড়ে ফুলের ভালোবাসায় সিক্ত,পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা 
জানুuari ১৬, ২০২৪

রামগড়ে ফুলের ভালোবাসায় সিক্ত,পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা 

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

 

একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বন্টন নিশ্চিত করবো মন্তব্য করে নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নিযুক্ত মন্ত্রীসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথম বারের মতো নিজ নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আসেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মঙ্গলবার দুপুরে তিনি নিজ সংসদীয় এলাকা খাগড়াছড়িতে সফরে আসলে প্রতিমন্ত্রীকে অভ্যার্থনা ও শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীসহ রামগড়বাসী।

এসময় রামগড় বাজারে অস্থায়ী সংবর্ধনা মঞ্চে প্রতিমন্ত্রী তাকে নৌকা প্রতীকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরআগে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশধার সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীসহ সোনাইপুল বাজারের ব্যবসায়ীরা।

প্রতিমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীরসহ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *