Home সারাদেশ কয়রা উপজেলায় কারিতাসের সচেতনতা মূলক তথ্য সহভাগিতা  ক্যাম্পেইন।
জানুuari ১৫, ২০২৪

কয়রা উপজেলায় কারিতাসের সচেতনতা মূলক তথ্য সহভাগিতা  ক্যাম্পেইন।

মোঃ বায়জিদ হোসেন,
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার কারিতাসের কয়রা অঞ্চলের সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের সাথে  তথ‍্য  সচেতনতা মূলক আলোচনা সভা  অনুষ্ঠিত  হয়েছে।
বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সাধারণ জনগণের জীবন মান উন্নয়নের জন্য সরকারের যে সকল সেবা সমূহ রয়েছে তা সহভাগিতা করা, কোন পর্যায়ের ব্যক্তি এই সেবা সুবিধা পেতে পারে এবং সেবা সমূহ পাবার প্রক্রিয়ার বিষয়ে সঠিক তথ্য অবগত করা যাতে করে প্রকৃত এবং অসহায় ব্যক্তিরা সেবা পেতে পারে। সরকারি বিভিন্ন দপ্তর সমূহ, বেসরকারী সেবাপ্রদানকারি সংস্থা, এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যকার তথ্যের আদান-প্রদান সহজতর করার উদ্দেশ্য এই সভার আয়োজন করা হয়।
সোমবার  সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের হল রুমে তথ্য  সচেতনামূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। কারিতাসের মাঠ কর্মকর্তা স্টিফেন গাইন এর সঞ্চলনায় আলোচনা সভায় কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়নের ১০০ জন সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে সরকারি-বেসরকারি সুযোগ সুবিধা,ধরণ,সেবা পাওয়ার মাধ্যম বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কে জানানো হয়।
কয়রা উপজেলা কারিতাস এর ম‍্যানেজার মিজানুর  রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা.বাকি বিল্লাহ, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মামুনুর রশিদ, সমাজ সেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও কারিতাসের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য সেবাগ্রহীতাদের জানানোর পাশাপাশি সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *