Home অপরাধ খাগড়াছড়িতে অবৈধভাবে জ্বালানি কাঠ পরিবহনকালে গাড়ি জব্দ
জানুuari ১৪, ২০২৪

খাগড়াছড়িতে অবৈধভাবে জ্বালানি কাঠ পরিবহনকালে গাড়ি জব্দ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে অবৈধভাবে জ্বালানি কাঠ পরিবহনের সময় দুইটি চাঁদের গাড়ি জব্দ করেছে বনবিভাগ।

আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে অভিযান পরিচালনা করে কাঠবাহী গাড়িগুলো জব্দ করা হয়।

খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা এস এম মোশারফ হোসেন জানান, বৈধ কাগজপত্র ছাড়া কাঠ পরিবহনের দায়ে দুইটি চাঁদের গাড়ি (জিপ) জব্দ করা হয়। জব্দকরা গাড়ি বন অফিসে নিয়ে আসা হয়েছে। বন মামলা দায়ের এর প্রক্রিয়াধীন চলছে।

খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা বলেন, ইটভাটায় জ্বালানি কাঠ পরিবহনের সময় দুইটি গাড়িকে আমরা জব্দ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *