নলছিটিতে বিশেষ সম্মিলিত অভিযানে অবৈধ জাল জব্দ।
তাইফুর রহমান,ঝালকাঠি (নলছিটি) সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বিশেষ সম্মিলিত অভিযানে (কম্বিং অপারেশনে) ৪(চার) লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার(১৩জানুয়ারী) ভোর ৬টায় সুগন্ধা নদী সংলগ্ন বিভিন্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জাল জব্দ করলেও এর সাথে সংশ্লিষ্ট্য কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৫(পাঁচ)টি বেহুন্দি জাল,৪(চার)হাজার মিটার চড়গড়া জাল ও ১(এক) হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪(চার)লাখ টাকা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।পরে উপজেলা চত্বরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি জানান,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।