Home সারাদেশ নলছিটির কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন সিনিয়র সহকারী সচিব মোঃ লিয়াকত আলী 
জানুuari ১৪, ২০২৪

নলছিটির কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন সিনিয়র সহকারী সচিব মোঃ লিয়াকত আলী 

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি)।।
ঝালকাঠির নলছিটিতে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী সচিব ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মেঃ লিয়াকত আলী। শনিবার (১৩জানুয়ারী) বিকেলে তিনি উপজেলার নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থিত ‘পৌর কিশোর কিশোরী ক্লাব’ পরিদর্শন করেন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, প্রভাষক মোঃ আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক ও ক্রেডিট সুপারভাইজার মোঃ শাহীন মাহমুদ , ফিল্ড সুপারভাইজার লিমা আক্তার, জেন্ডার প্রমোটর বাবুল দত্ত, মোঃ শফিকুল ইসলাম, আবৃত্তি শিক্ষক ও সাংবাদিক রুনা আমির (রুনা), সংগিত শিক্ষক মহুয়া আক্তার (মৌ)সহ শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ক্লাবটির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে নাচ, গান, আবৃত্তিসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের যাবতীয়দিক পরিদর্শন শেষে সিনিয়র সহকারী সচিব ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন’র উপ-প্রকল্প পরিচালক মোঃ লিয়াকত আলী সন্তোষ প্রকাশকরে যথাযথ ভাবে ক্লাবটি পরিচালিত হওয়ায় শিক্ষকদ্বয়সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *