Home সারাদেশ ঘাটাইলে সড়কে ঝড়ে গেলো বৃদ্ধের প্রাণ
জানুuari ১৪, ২০২৪

ঘাটাইলে সড়কে ঝড়ে গেলো বৃদ্ধের প্রাণ

রুহুল আমিন 
ঘাটাইল উপজেলা প্রতিনিধি ( টাংগাইল)
টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ‘ধলাপাড়া চৌধুরী বাড়ি মোড়’ নামক স্থানে মাহিন্দ্রা ও মোটরসাইকেল  সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১৪ ই জানুয়ারি, ২০২৪ আনুমানিক সকাল ৯.৩০ ঘটিকার দিকে এই ঘটনা ঘটে।
তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘাটাইলের উদ্দেশ্যে রওনা হলে অপর পাশ থেকে আসা মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বৃদ্ধের। এরপর তিনি ঘটনা স্থলে প্রচণ্ড আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রাথমিক ভাবে নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যাক্তির নাম আঃ বাছেদ মিয়া ও তার বাড়ি ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার পীরপাড়া (ঝাইপাটা) গ্রামে বলে জানা যায়।
ঘটনা স্থলে তার অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার সময় মাকড়াই প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে আহত লোকটি শেষ নিশ্বাস ত্যাগ করে।
এব্যাপারে এলাকায় শোকের মাতম চলছে। তার পরিবারকে স্থানীয়ভাবে খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসী প্রায় সবাই শোকাহত। আর কত এভাবে সড়কে ঝড়ে পড়বে তাজা রক্ত? নিরাপদ সড়ক চাই এমন মন্তব্য করেছেন এলাকাবাসী।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *