Home সারাদেশ মা‌টিরাঙ্গায় যাত্রীবাহি বাস উল্টে আহত ২০
জানুuari ১১, ২০২৪

মা‌টিরাঙ্গায় যাত্রীবাহি বাস উল্টে আহত ২০

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় যাত্রীবাহী শা‌স্তি প‌রিবহন উ‌ল্টে অন্তত ২০ জন আহত হ‌য়ে‌ছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে মা‌টিরাঙ্গা সাপমারা নামক এলাকায় দুর্ঘটনা ঘ‌টে।

জানা যায়, ২০ জন যাত্রী নি‌য়ে সকাল সা‌ড়ে আটটায় খাগড়াছ‌ড়ি হ‌তে চট্টগ্রা‌মের উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আ‌সা শা‌ন্তি প‌রিবহন (চট্ট মেট্রো -ব -১৪ -১৪০৯) সাপমরা নামক এলাকায় পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পাহা‌ড়ের সা‌থে ধাক্কা মারে । এতে গা‌ড়ি‌টি উ‌ল্টে যায় । চালক মো. মে‌লিম ও সুপার ভাইজার মুরাদ পা‌লি‌য়ে যায়।

এসময় বড় ধরনের কোন হতাহতের ঘটনা না ঘট‌লেও উভয় দুই দি‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিমের কর্মীরা ঘটনাস্থলে গি‌য়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ক‌রে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত্যতা জানান, ‌কোন হতাহ‌ত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *