Home সারাদেশ গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
জানুuari ১১, ২০২৪

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

খবরে পেয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভরত শ্রমিকদের সমস্যা সমাধানে আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ বেলা ১২টার দিকে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুর জোনের ইন্সপেক্টর আসাদ জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে মাওনা-ফুলবাড়ীয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *