Home সারাদেশ তারাকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু
জানুuari ১০, ২০২৪

তারাকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাকিব (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তারাকান্দা বাসষ্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায়।
নিহত যুবক উপজেলার কাকনী ইউনিয়নের আউটদার গ্রামের মোঃ মোখলেছুর রহমানের পুত্র।
থানা সূত্রে জানা গেছে, তারাকান্দা বাসষ্টেশন সংলগ্ন বড় মসজিদ এলাকায় (ময়মনসিংহ -হালুয়াঘাট) আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ইট ভর্তি ট্রাকের পিছনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাকিব।এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের চেষ্টা করে। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় রাকিব।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার আঃ মালেক জানান,এই ঘটনায় ধুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ। নিহতের লাশটি আত্নীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে রাতেই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *