Home সারাদেশ নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের নেতার বসতঘর আগুনে পুড়ে ছাই,কেউ বলছে নাশকতা,কেউ বলছে চুলার আগুনেই সূত্রপাত।
জানুuari ১০, ২০২৪

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের নেতার বসতঘর আগুনে পুড়ে ছাই,কেউ বলছে নাশকতা,কেউ বলছে চুলার আগুনেই সূত্রপাত।

তাইফুর রহমান,নলছিটি,(ঝালকাঠি)।
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘর (চৌচালা টিনের ঘর) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে। অগ্নিকান্ডের পরই কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে প্রতিবেশীরা ধারণা করছেন দাহ্য পদার্থ দিয়ে কেউ আগুন লাগিয়ে দিতে পারে।আবার স্থানীয় একটি সূত্র বলছে গ্যাসের চুলার আগুনের থেকেই সূত্রপাত হতে পারে।
সোমবার (৮জানুয়ারী) রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের মালোয়ার গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী রাশেদুল ইসলাম তানসেন জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে
আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছে কেউ পেট্রোল ব্যবহার করে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় তাদের ঘরে কোন লোকজন ছিল না।
নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, আমাদের অগ্নিকান্ডের খবর দেয়ার পর ঘটনাস্থলে পৌছানোর আগেই সমগ্র ঘর পুড়ে
গেছে। আগে খবর দিলে হয়তো কিছুটা হলেও রক্ষা করা যেতো। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা বাকিটা তদন্তের পরে জানা যাবে।
ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার মুঠোফোনে বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সাথে
জড়িত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ
বাসায় ছিল না। আগুন কিভাবে লেগেছে জানি না, তবে প্রতিবেশীরা ফোন করে বলেছে
আগুন লাগার পরে তারা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। আগুনে আমার ঘরের
মূল্যবান আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার
ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।
ক্যাপশনঃ নলছিটিতে অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *