Home নির্বাচন ভোটে জিতে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় ইউপি সদস্য আহত, বাড়িঘর ভাঙচুর
জানুuari ৯, ২০২৪

ভোটে জিতে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় ইউপি সদস্য আহত, বাড়িঘর ভাঙচুর

ভোটকে কেন্দ্র করে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া, আন্দুলপোতা ও বাঁকড়ায় অন্তত ১২টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে মারধর করা হয়। পাশাপাশি যশোর-৫ আসনের মণিরামপুর উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন নৌকার কর্মী ইউপি সদস্য আজব আলী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে এবং সোমবার এসব ঘটনা ঘটে।

ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের ভুক্তভোগীরা জানান, যশোর-২ আসনে বিজয় নিশ্চিত হওয়ার পর রবিবার রাতে নৌকার কর্মী জয়নাল, ডালিম, আবুসহ কয়েকজন শিমুলিয়া গ্রামে প্রবেশ করেন। তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করা কর্মী আজিজুর, লাল্টু মেম্বারসহ সাত জনের বাড়িতে, আন্দুলপোতা গ্রামের চার কর্মীর বাড়িতে ও হরিদ্রাপোতা গ্রামের আকছেদ আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করেন তারা।

ভুক্তভোগী আজিজুর রহমানের মা ওজলা বানু বলেন, জয়নাল, ডালিম ও আবুসহ কয়েকজন আমার বাড়ি এসে হামলা চালায়। তারা বাড়ির সব আসবাবপত্র তছনছ এবং লুটপাট করে। যাওয়ার সময় আমার ছেলে আজিজুরকে হত্যার হুমকি দিয়ে যায়।

হরিদ্রাপোতা গ্রামের আকসেদ আলী বলেন, রবিবার এশার নামাজের পর ঘরে ভাত খাচ্ছিলাম। ওই সময় বাইরে থেকে আমার নাম ধরে কয়েকজন ডাক দেয়। বাইরে বের হতেই তারা আমাকে মারতে থাকে। ঠেকাতে এসে আমার ছেলে ও পুত্রবধূ মারধরের শিকার হয়। ট্রাক মার্কার পক্ষে কাজ করায় তারা হামলা চালিয়ে আমার ঘরটি ভেঙে তছনছ করে দিয়েছে। এ সময় ছেলের ঘরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

অপর ভুক্তভোগী লালটু মেম্বার জানান, ট্রাক মার্কায় নির্বাচন করায় তারসহ এলাকার বেশ কয়েকজনের বাড়ির সব আসবাবপত্র ভাঙচুর করেন নৌকার সমর্থকরা। এ সময় তাদের হত্যার হুমকি দিয়ে ও পরিবারের সদস্যদের সতর্ক করে যায়।

তিনি বলেন, পরবর্তীতে আমি ও আমার এলাকার বেশ কয়েকজনের নামে তারা মামলা করেছে থানায়। বর্তমানে আতঙ্কে বাড়িঘরে যেতে পারছি না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য মনিরুল ইসলামের ট্রাক মার্কার পক্ষে ছিলাম আমরা। কিন্তু নির্বাচনে জিতে নৌকার সমর্থকরা আমাদের নেতাকর্মীদের মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারপরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের ওপরে আস্থা রেখেছি। হামলাকারীদের দ্রুত আটকের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, হামলার বিষয়ে জেনেছি। এসব বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ থানায় এসেছে, তদন্ত চলছে। দুই জনকে আটক করা হয়েছে।

এছাড়া, মণিরামপুর উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন নৌকার কর্মী ইউপি সদস্য আজব আলী। তিনি মশ্মিমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে ধারালো অস্ত্র নিয়ে ঘিরে ধরে আমাকে মারপিট করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *