Home বিনোদন সালমানের খামারবাড়িতে অনুপ্রবেশ, গ্রেপ্তার ২
জানুuari ৮, ২০২৪

সালমানের খামারবাড়িতে অনুপ্রবেশ, গ্রেপ্তার ২

বলিউড নায়ক সালমান খানের পানভেলের খামারবাড়ি অর্পিতায় প্রবেশের চেষ্টা করায় ২ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গত কয়েক মাস ধরে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান। চিঠি ও ই-মেইলেও হুমকি পেয়েছেন তিনি। গত বছরের মাঝামাঝি ভারত সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে তার খামারবাড়িতে দুজনের অনুপ্রবেশে চিন্তায় পড়েছেন সালমানের ভক্তরা। খবর হিন্দুস্তান টাইমস।

গত ৪ জানুয়ারি ঘটে যাওয়া এ ঘটনায় ফার্মহাউসের ম্যানেজার শশীকান্ত ওমপ্রকাশ পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিকেল ৪টার দিকে খামারবাড়ির নিরাপত্তা প্রহরী মোহাম্মদ হুসেন তাকে দ্রুত প্রধান দরজায় যেতে বলেন। সেখানে গিয়ে দুই ব্যক্তিকে দেখতে পান তিনি।

হুসেনের কাছ থেকেই শশীকান্ত জানতে পারেন যে, ওই দুজন প্রধান দরজার বাম দিকে ঝোপঝাড় ও দেওয়াল টপকে ঝাঁপ দিয়ে কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করছিল। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের উত্তরপ্রদেশের বাসিন্দা মহেশ কুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম বলে পরিচয় দেয়। যেহেতু তারা প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেনি তাই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যায়।

উর্বশীর তিন মিনিটের পারিশ্রমিক ৪ কোটি!
শুক্রবার (৫ জানুয়ারি) এই দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সালমান খান ভেতরে আছে শুনে তারা ফার্মহাউসে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু অভিযুক্তদের দাবি, সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিল তারা।

সংবাদমাধ্যমকে পুলিশ বলেছে, ‘আমরা তাদের অনুপ্রবেশ এবং জালিয়াতির জন্য গ্রেপ্তার করেছি’।

পরে দুই অভিযুক্ত পুলিশকে জানায়, তাদের নাম আজেশ কুমার ওমপ্রকাশ গিলা (২৩) এবং গুরুসেবক সিং তেজ সিং শেখ। দুজনই পাঞ্জাবের বাসিন্দা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *