Home অপরাধ নলছিটিতে বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে সেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। 
জানুuari ৮, ২০২৪

নলছিটিতে বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে সেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। 

তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকার মসজিদের সামনে ফুয়াদ কাজী নামের এক সেচ্ছাসেবকলীগ নেতাকে  দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ফুয়াদ কাজী নির্বাচনকালীন সময়ে সিদ্ধকাঠী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ভোট শেষে বিজয় মিছিল শেষ করেন তিনি,এরপরে বাড়ি ফেরার পথে রাত ৯:৩০ মিনিটের দিকে তার উপর হামলা করে সশস্ত্র সন্ত্রাসীরা।এতে তার দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর জখম হলে অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী আমি বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে বাড়ি চলে যায়। ঐ মিছিলে ফুয়াদ শ্লোগান ধরেছিলো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর শুনি৷ ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার  ভালো সম্পর্ক ছিল। পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানান নেই। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *