Home নির্বাচন নরসিংদী ৫ রায়পুরা আসনে রাজু বিজয়ী লাকি সেভেন
জানুuari ৮, ২০২৪

নরসিংদী ৫ রায়পুরা আসনে রাজু বিজয়ী লাকি সেভেন

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী প্রতিনিধি 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরায় ৭ম বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
রবিবার (০৭ জানুয়ারি) রাতে ভোট গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ফলাফল ঘোষনা করে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন।
নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭শত ৫৬ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।
অন্য প্রার্থীদের ভোটের সংখ্যা ইসলামী ঐক্যজোট এর মুফতি আব্দুল কাদির মোল্লা (মিনার) ১ হাজার ৩শ ৩৭, জাতীয় পার্টি প্রকৌশলী শহিদুল ইসলাম (লাঙ্গল) ৭শ ৫৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মমতাজ মহল (ডাব) ১৫৫ ভোট, গণফ্রন্ট মো. নাজমুল হক সিকদার (মাছ) ১০১ ভোট, স্বতন্ত্র সোলায়মান খন্দকার (কেচি) ৩৩৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিটু মিয়া (টেলিভিশন) ৭৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মো. মাহফুজুর রহমান (মশাল) ৬৯০ ভোট।
উল্লেখ্য, এ উপজেলায় ভোটার ৪ লাখ ৫৫ হাজার ২শ ৯৭ জন। কেন্দ্র সংখ্যা ১৬৩। ভোট কক্ষ ৯৮৩টি। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *