Home বিনোদন নতুন লুকে অনন্ত জলিল
জানুuari ৮, ২০২৪

নতুন লুকে অনন্ত জলিল

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা।

গত বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানানো হয়েছে অপারেশন জ্যাকপটে অন্যদের সঙ্গে অভিনয় করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিল।

পিরিওডিক্যাল সিনেমা অপারেশন জ্যাকপটে ভিন্নভাবে পর্দায় হাজির হবেন চিত্রনায়ক অনন্ত জলিল। ইতোমধ্যে ছবির শুটিংয়ে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে তাকে। সোমবার (৮ জানুয়ার) নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, অপারেশন জ্যাকপট সিনেমার শুটিংয়ে অনন্ত জলিলের লুক।

এর আগেও লুঙ্গি ও গামছা পরনে অনন্ত জলিলের একটি ছবি প্রকাশ হয়। সেটিও একই সিনেমার। গত বছরের ২৯ ডিসেম্বর এফডিসিতে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রযোজিত অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং শুরু হয়। প্রথম লটে ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে লুঙ্গি-গামছা পরনে হাজির হয়েছেন অনন্ত জলিল।

আজই মাঠে নামছেন ফেরদৌস
শুক্রবার (৫ জানুয়ারি) এফডিসির ২ নম্বর ফ্লোরে অনন্ত জলিলকে লুঙ্গি-শার্ট, গলায় গামছা জড়ানো অবস্থায় দেখা গেছে। তার চুলে আর্মি ছাঁট। চরিত্রের প্রয়োজনে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক স্বপন চৌধুরী।

স্বপন চৌধুরী বলেন, অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাব। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার পশ চরিত্রেও তাকে আমরা দেখাব। পোশাকে-চলনে-বলনেও পরিবর্তন আসবে যা দেখে তার ভক্তরা এনজয় করতে পারবেন।

তিনি আরও বলেন, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প, যে কারণে নায়কসুলভ ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ। তার চরিত্রটাও অন্যরকম। তাই জুটির প্রসঙ্গটি প্রাসঙ্গিক নয়। অনন্ত জলিলকে বিষয়টি জানালে তিনি বুঝতে পেরে আমাদের সম্মতি দেন।

প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুরসহ ৪টি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে ছবিটির শুটিং।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *