Home নির্বাচন আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টি ১১ আসনে জয়ী
জানুuari ৮, ২০২৪

আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টি ১১ আসনে জয়ী

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের অফিসিয়াল ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুসারে ২২৩ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। পাশাপাশি ৬১ আসনে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থীরা।

এই আসনগুলোর মধ্যে আওয়ামী লীগ জিতেছে ২২৩টি, আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২টি আসনে।

অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীই আওয়ামী লীগের নেতা। বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জয়লাভ করেছেন এবং সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরীও জয়লাভ করেছেন।

বর্তমান সংসদের প্রতিপক্ষ দল জাতীয় পার্টি এ পর্যন্ত ১১টি আসনে জয়লাভ করেছে। বর্তমান সংসদে ‘গৃহপালিত দল’ আখ্যা পেয়েছিল জাতীয় পার্টি, এবারের নির্বাচনেও তারা শাসক দল আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছিল। এই ২৬টি আসনের বাইরে তারা কোনো আসনেই জয়লাভ করতে পারেনি।

আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় জোটের অংশীদারদের জন্য ৬টি আসন ছেড়েছে। এই আসনগুলোতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে দুটি দল।

এছাড়াও, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জয়লাভ করেছেন।

গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নাগপুর-২ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম শহরের নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা করেন।

গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর পেয়েছেন ৮৬৯ ভোট।

এ সময় সংসদের ডেপুটি স্পিকার মতিয়া চৌধুরী, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিনিয়র নেতা তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। নির্বাচনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ডেপুটি স্পিকার শামসুল হকসহ গুরুত্বপূর্ণ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও জয়ী হয়েছেন। টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন আসাদুজ্জামান নূর।

ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনেতা ফেরদৌস আহমেদও জয় পেয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *