Home নির্বাচন সিরাজগঞ্জ-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ঈগলের মধ্যে
জানুuari ৬, ২০২৪

সিরাজগঞ্জ-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ঈগলের মধ্যে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
 সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলংগা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনন্দ মুখর পরিবেশ গড়ে উঠেছে। এবার এ আসনে আওয়ামী লীগ (নৌকা) ও স্বতন্ত্রের (ঈগল) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন নির্ভর‍যোগ্য সূত্রে জানা গেছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, অধ্যাপক ডাঃ মো: আব্দুল আজিজ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ সাখাওয়াত হোসেন সুইট যার নির্বাচনী প্রতীক
ঈগল,  জাতীয় পার্টির প্রার্থী রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক জাকির হোসেন তালুকদার (লাঙ্গল), বিএনএম এর প্রার্থী এ্যাড. গোলাম মোস্তফা মন্টু (নোঙ্গর), স্বতন্ত্র প্রার্থী আলহাজ মুহাঃ নূরুল ইসলাম উজ্জ্বল (ট্রাক)। প্রত্যেক প্রার্থীর সমর্থকেরা নিজ নিজ প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কারো মুখে শোনা যাচ্ছে নৌকার শুনাম ও কারো মুখে শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য প্রার্থীর গুণগান। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দেওয়া নান প্রতিশ্রুতি নিয়ে চায়ের দোকান হোটেল রেস্তোরা ও জনবহুল স্থানে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা চারিদিকে সাজ সাজ রব। এবার ভোটাররা নির্বিঘ্নে তাদের পছেন্দের প্রার্থীকে ভোট দিবেন বলে আশা করছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮৪৩ জন। নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৩৭৫ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ৫জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৫৩ ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রায় ৬০ বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *