Home বিনোদন চমকে দিলেন শাবনূর
জানুuari ৬, ২০২৪

চমকে দিলেন শাবনূর

শাবনূরের ভক্তরা নিশ্চয়ই এত দিনে জেনে গেছেন যে নতুন সিনেমায় কাজ করছেন তাঁদের প্রিয় নায়িকা। তিন বছর পর তাঁর দেশে ফেরার অন্যতম কারণ এটি। সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি।

‘মাতাল হাওয়া’ নয়, শাবনূর ফিরছেন যে ছবির শুটিংয়ে

‘মাতাল হাওয়া’ নয়, শাবনূর ফিরছেন যে ছবির শুটিংয়ে

এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

গতকাল শুক্রবার এল ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা।

‘রঙ্গনা’য় শাবনূরের ফার্স্ট লুক। ছবি : ফেসবুক থেকে
‘রঙ্গনা’য় শাবনূরের ফার্স্ট লুক। ছবি : ফেসবুক থেকে

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এ প্রসঙ্গে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। তিনি বলেন, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।

আরও আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যেকোনোটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শাবনূর
শাবনূরপ্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’য় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর ও কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *